বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী‘কে উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) নবনির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরীর নীজ বাড়িতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম এর নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহনের পর ১৬ জানুয়ারী ঢাকা থেকে নীজ এলাকায় ফিরেছেন। সকাল থেকেই উপজেলার শিক্ষকদের পক্ষ হতে ফুলের মালা, ফুলের তোড়া, ফুল, নিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করতে ব্যাপক আনন্দ ও উৎফুল্ল হয়ে আসতে দেখা গেছে।
শিক্ষকরা জানান, নবনির্বাচিত এমপি যেহেতু ইতিপূর্বে সংসদ সদস্য থাকাকালীন সময়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার মানউন্নয়নে অবকাঠামো উন্নয়ন করেছিলেন সেই শুবাদে এবারও এমপি মহোদয় শিক্ষকদের পাশে থাকবেন এমনটাই আশা করছেন শিক্ষকরা।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতখালী মাঃ বিঃ প্রঃ শিঃ মজিবর রহমান, আল্লারদর্গা মাঃ বিঃ প্রঃ শিঃ কামরুল হাসান, নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমান, ইয়াকুব আলী, মঈনুদ্দিন বিশ্বাস মাঃ বিঃ প্রঃ শিক্ষক আঃ জাব্বার, প্রঃ শিঃ রিয়াজুল ইসলাম, শফিউল আজম, আ: আলিম, হোসনেয়ারা, শফিকুল ইসলাম, রেজাউল হক, সাইফুল ইসলাম, আ: রশিদ, আ: রাজ্জাক, মেহেদী হাসান, পি,এস,এস মাঃ বিঃ সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।