বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

দৌলতপুরে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধির উপর সন্ত্রাসীরা হামলা

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন এলাকায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার শহিদুল ইসলাম সোহাগ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, তার মাথা ও মুখমন্ডলে উপর্যপুরি লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই দেয়া হয়েছে। তবে, তিনি এখন শঙ্কামুক্ত।

দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগ জানান, রাত ১ টার দিকে তিনি উপজেলা বাজার থেকে ১‘শ গজ দুরে নিজ বাসায় ফিরে গ্রীলের তালা খোলার সময় ৩ টা মোটরসাইকেল যোগে হেলমেট পরা ৬/৭ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা করে। এ সময় তারা বলতে থাকে শালা খুব বেড়ে গেছিস। সন্ত্রাসীদের হামলার সময় চিৎকার চেচামেচির ফলে, প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com