রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৌলতপুরে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৪

দৌলতপুরে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৪

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন জামালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই এলাকার জামরুল ও নাজির দুই ভাইয়ের মধ্যে এ সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জামরুল ও নাজির এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দুই পক্ষই জমির দখল বুঝে নিতে গেলে সংঘর্ষ শুরু হয়। আহত জামরুল, নাজির, ইমন, মিঠনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেলে পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ করেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com