রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই জখম

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই জখম

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দৌলতপুর বাজারের আপন চাচাতো ভাই হাজী মোঃ রেজাউল হক (৫৫)কে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে আরেক আপন চাচাতো ভাই স্বাবেক মেম্বর ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও তার সহযোগিতারা।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, দৌলতপুর বাজারের ব্যবসায়ী ও রেমি সুপার মার্কেট এর মালিক হাজি মোঃ রেজাউল হক এর সাথে পার্শ্ববর্তী বাড়ীর আপন চাচাতো ভাই সাবেক মেম্বর আব্দুল মান্নান ও তার ওয়ারিসদের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ হয়। রোববার হাজী রেজাউল হক বাড়ীর পার্শ্ববর্তী তার জমিতে সীমানা নির্ধারন করতে গেলে তার আপন চাচাতো ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান (মেম্বর), (৫০), রিপন আলী (৩৫), ফরজ আলী (৬০). পিতা আব্দুল ও ফরজ আলীর ছেলে মাসুদ (৩০) সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে হাজী মোঃ রেজাউল হককে মাথায়, বুকে, পিঠে ও হাত পায়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা ও এলাকাবাসী হাজী মোঃ রেজাউল হককে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে হাজী রেজাউল চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দৌলতপুর থানায় হত্যার চেষ্টার অভিযোগ দাখিল হয়েছে। আহত রেজাউল হক ও তার পরিবার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com