শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-০২ মৌসুমে উফশি আমন ধান চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দৌলতপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজওয়ানুল ইসলাম। এই কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে উচ্চফলনশীল আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার সরবরাহ করা হচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কৃষি বিভাগের তথ্যমতে, দৌলতপুর উপজেলায় এবছর ১৯ হাজার ৯’শ ৮০ হেক্টর জমিতে উফশি আমন ধানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সফল করতে ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশি ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও কৃষকদের মাঝে আম, নারকেল, তাল, নিম, বেল, জাম, কাঁঠালের ১০ হাজার ৮শ চারা বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও ১৪ ইউনিয়ন থেকে আশা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।