রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২টি শট গানের গুলি, ১টি চায়না রাইফেলের গুলি, ১টি ওয়ান শুটার গান ও ২টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদিপুর গ্রামের চরসাদিপুর মোড় থেকে এ অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার করা হয়। সেময় সেখান থেকে উক্ত এলাকার আব্দুর রশিদের ছেলে মাসুম হোসেন (৩২)কে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায়, চরসাদিপুর এলাকা মোড়ে আওয়ামীলীগ অফিস হিসেবে কার্য্যক্রম চললেও এখন মানব কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর অফিস নামে ব্যবহৃত হচ্ছিলো। সেখানে গত রবিবার অফিসটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙ্গানো থাকায় বশির আহম্মেদ নামের একজন প্রতিবাদ করলে মাসুম নামের আ’লীগ নেতা তাকে মারধর করে বলে জানান তারা। পরে রাতে বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের জানালে তারা পুলিশে খবর দিলে পুলিশ মাসুমকে আটক করে। পরে মাসুমের দেখানো অফিস কক্ষ থেকে দুইটি শট গানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি ওয়ান শুটার গান ও দুইটি ককটেল উদ্ধার করে।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত ও আটককৃত মাসুমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com