সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

দোহার পৌরসভার বাজেট ঘোষণা

দোহার পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় পৌরসভার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ৪৪ কোটি ৭৫ লক্ষ টাকার ২৭তম এই বাজেট ঘোষণা করেন প্রশাসক তানিয়া তাবাসসুম।

বাজেটে নিজস্ব আয়ের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১১ কোটি ১৩ লাখ ১৭ হাজার ৫৯৮ টাকা। এরমধ্যে কর বাবদ ৭ কোটি ৮৮ লাখ ৫ হাজার ৯৮ টাকা এবং পরোক্ষ কর বাবদ ৩ কোটি ২৫ লাখ ১২ হাজার ৫শত টাকা। বাজেটের বিস্তারিত পাঠ করেন পৌর হিসাবরক্ষক লুৎফর রহমান আকন।

এ সময় উপস্থিত ছিলেন দোহার পৌরসভার প্রকৌশলি এম এম. এামুনুর রশিদ, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহ-সভাপতি আবুল হাশেম, যুবদল নেতা মোশাররফ হোসেন, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, এডভোকেট আতিকুর রহমান সোহান, জামায়াত ইসলামী, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণপরিষদ নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com