শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

দোহার পদ্মায় ৬৩ গরুসহ ট্রলারডুবি নিখোঁজ ২ জন

নবাবগঞ্জ (ঢাকা) প্রিতিনিধি : ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটে ৬৩ টি গরুসহ একটি ট্রলারডুবির ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০টি জীবিত গরু উদ্ধার করা হয়েছে ও দুই ব্যক্তি নিখোঁজ আছেন।

দোহার পুলিশ সূত্র জানায়, ফরিদপুর জেলার টেপাখোলা এলাকা থেকে গরু বোঝাই ট্রলার টি উপজেলার মেঘুলা ঘাটের পশ্চিমে এবং সুতারপাড়া ইউনিয়নের মধুর চর এলাকার নিকটবর্তী পদ্মায় ট্রলারটি ডুবে যায়। দোহার পুলিশের পরিদর্শক সফিকুর রহমান সুমন বিষয়টি নিশ্চিত করেন গনমাধ্যমকে।

দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরির্দশন করা হয়। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ফরিদপুর জেলার টেপাখোলা এলাকা থেকে গরু বোঝাই ট্রলার টি দোহার পদ্মা নদীর সুতারপাড়া এলাকা ডুবে যায় এমন সংবাদের ভিত্তিতে ট্রলার ও গরু উদ্ধারে ফায়ার সার্ভিসসহ পুলিশ ও স্থানীয়রা কাজ করছেন। এখন পর্যন্ত ৩০টি গরু জীবিত উদ্ধার করা গেছে এমন তথ্য গরু ব্যবসায়ীদের লোকজন বলছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com