সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

দোহার থানায় নতুন ওসির যোগদান

দোহার থানায় নতুন ওসির যোগদান

নিজস্ব প্রতিবেদক:: দোহার থানার ওসি রেজাউল করিমকে প্রত্যাহারের ১৯ দিন পর নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. হাসান আলী। ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাক্ষরিত আদেশে পুলিশ পরিদর্শক হাসান আলীকে দোহার থানায় পদায়ন করা হয়। গত ২৪ জুন এ আদেশ দেয়া হলে রাতেই নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।

বুধবার সকালে তিনি থানার দাপ্তরিক দায়িত্ব বুঝে নেন।

জানা গেছে, গত ৬ জুন রাতে হঠাৎ এক বার্তায় দোহার থানার তৎকালিন ওসি রেজাউল করিমকে প্রত্যাহার করা হয়। এরপর পরিদর্শক তদন্ত নুরুন্নবী ভারপ্রাপ্ত ওসি হিসেবে গত ১৯ দিন দায়িত্ব পালন করেন।

নতুন ওসি হাসান আলী বলেন, দোহারের শান্তি শৃঙখলা বজায় রাখা ও পুলিশের সুনাম অক্ষুন্ন রেখে তিনি তাঁর দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন বলে জানান। তিনি মাদক সন্ত্রাস ও বিশৃঙখলা রোধে কঠোর হয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।

এদিকে নবাবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত হিসেবে মো. কামাল হোসেন ও দোহার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে পরিদর্শক এ কে এম ফজলুল হককে পদায়ন করা হয়।

উল্লেখ্য, দোহার থানা পুলিশের একাধিক সূত্র জানায়, গত ৬ জুন দুপুরে দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন ওরফে ভিপি আলমাছকে আটকের পর উচ্চ আদালতের জামিন থাকায় তাঁকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে ওই রাতেই ওসি রেজাউল করিমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যোগদান করতে বলা হয়। এরপর তিনি রাতেই চলে যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com