রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: দোহার টু ঢাকা বিআরটিসির দ্বি তলা বাস সার্ভিস আবারও চালু হয়েছে।
সোমবার থেকে এ সরকারি পরিবহন বাস সেবাটি চালু হয়। ইতিপূর্বে এ বাস সেবাটি বেশ কিছু দিন চালু থাকার পর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ফলে দোহার-নবাবগঞ্জের ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীরা কিছুটা বিপাকে পড়ে।
দোহার-নবাবগঞ্জ থেকে ঢাকায় গিয়ে সময় মতো ক্লাসে উপস্থিত হতে অনেক ক্ষেত্রেই তাদের বিলম্ব হয়। অভিযোগ রয়েছে স্থানীয় গণপরিবহনের কারণেই এ বাস সার্ভিসটি বন্ধ হয়ে যায়। তবে আশার কথা গত সোমবার থেকে বিআরটিসির দ্বি তলা বাস সার্ভিস আবার পূনরায় চালু হয়েছে। দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে নবাবগঞ্জ হয়ে ঢাকার গুলিস্তান যাচ্ছে। দোহারের জয়পাড়া থেকে গুলিস্তান পর্যন্ত সর্বমোট ভাড়া ৯০ টাকা। পুনরায় বাস সার্ভিসটি চালু হওয়ায় শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও পরিবহনে একটি মাইলফলক পরিবর্তন আসবে বলে বিজ্ঞজনেরা মনে করেন।