রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

দোহার ও নবাবগঞ্জ থানার ওসিকে বদলি

দোহার ও নবাবগঞ্জ থানার ওসিকে বদলি

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার দোহার থানার ওসি হারুন অর রশিদ ও নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ্ জালালকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি(ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক কর্তৃক গত ২২ আগস্ট স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে তাঁদেরকে বদলী করা হয়।

শুক্রবার (২৩ আগস্ট) তারা কর্মস্থল ত্যাগ করেছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, দোহার থানার ওসি হারুন অর রশিদ শিল্পাঞ্চল পুলিশে ও নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহজালাল ট্যুরিষ্ট পুলিশে বদলি করা হয়েছে।

জানা যায়, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল গত ২১ মার্চ ২০২৪ নবাবগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেন। অপরদিকে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ গত ৭ ডিসেম্বও ২৩ দোহার থানায় যোগদান করেন।

বিষয়টি দোহার থানার ওসি হারুন অর রশিদ ও নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহজালাল তাঁদের বদলির বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।

সারাদেশে কোটা সংস্কার আন্দোলন ও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক অন্যান্য সেক্টরের মতো পুলিশেও চলছে ব্যাপক রদবদল। তাঁর অংশ হিসেবে দোহার নবাবগঞ্জের ওসিকে বদলি করা হয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com