রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

দোহার ও নবাবগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

দোহার ও নবাবগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁদের দোসরদের বিচারের দাবিতে ঢাকার নবাবগঞ্জ দোহারে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও তাঁর অঙ্গসংগঠণের নেতাকর্মীরা। এসময় দোহার নবাবগঞ্জের সাবেক এমপি শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের শাস্তি নিশ্চিত করার দাবী জানায়।

বুধবার বিএনপির পূর্বঘোষিত দুইদিনের কর্মসূচি অনুযায়ী প্রথমদিনে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও দোহার উপজেলার পাইলট স্কুল সংলগ্ন গোল চত্বর এলাকায় সকাল থেকেই অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময়ে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

খন্দকার আবু আশফাক তাঁর বক্তেব্যে বলেন, সারাদেশের ন্যায় নবাবগঞ্জ দোহারে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার মিছিলে হামলা করে আওয়ামীলীগের নেতারা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ।

বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দোহার উপজেলায় আওয়ামীলীগ ও তাঁর দোসররা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলো। আজ দেশ মুক্ত হয়েছে। সকলকে বিশৃংখলা রোধে কাজ করার আহবান জানান। এসময় তিনি রাষ্ট্রীয় সম্পদ ব্যাংকের অর্থ লুটকারী সালমান এফ রহমান ও তাঁর সহযোগীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নু, সাধারন সম্পাদক আবুল কালাম খন্দকার, সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার। দোহার উপজেলা বিএনপির সভাপতি এস,এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এস,এম কুদ্দস, সাধারণ-সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুমসহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com