শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: দোহার উপজেলা অফিস সূত্র জানায়, ইলোরা ইয়াসমীন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ৮ সেপ্টেম্বর দোহারে তাঁর কার্যালয়ে যোগদান করেছেন এ বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেছেন।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দিলরুবা ইসলাম নবাবগঞ্জে তাঁর কার্যালয়ে রোববার উপস্থিত ছিলেন।
জানা যায়, নবাবগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানকে পার্বতীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে। তাঁর স্থানে দিলরুবা ইসলামকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিষয়টি ঢাকা জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) ফারজানা জামান গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।