বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
দোহার উপজেলা (ঢাকা) প্রতিনিধি : দোহার উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ও চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের উদ্যোগে ও অর্থায়নে শীতার্ত পরিবারের চার শত পঞ্চাশ (৪৫০) জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সুতারপাড়া ঈদগাহ মাঠ ও অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৪৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি ও পরিষদের চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর সঞ্চালনায় ওই কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মোঃ আলমগীর হোসেন এর উপস্থিত থাকার কথা থাকলেও মেয়ের অসুস্থতার কারনে উপস্থিত থাকতে না পারলেও তিনি লাউডস্পিকার মোবাইলে ফোনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি এসময় স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সুতারপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করার ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবুল বাশার মৃধা,দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহমেদ, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মীজানুর রহমান সাদ্দাম সহ এলাকার বিশিষ্ট জনেরা ও গণমাধ্যমের কর্মিরা।