মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের লটাখোলা এলাকার বাসিন্দা সার্ভে আমিন আব্দুল হাকিম। দোহারের বেশিরভাগ মানুষ তাঁকে হাকিম আমিন বলেই চিনেন। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপুটে নামে-বেনামে সরকারি জমি লিজ নেওয়াসহ বিভিন্ন বিষয়ে তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে৷
ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে দোহারের বাসিন্দারা গত ৮ এপ্রিল ঢাকা জেলা পুলিশ সুপার, ৭ এপ্রিল ঢাকা জেলা প্রাশসক(ডিসি) এবং একই তারিখে দুর্নীতি দমন কমিশন(দুদক) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত সেই অভিযোগপত্রগুলো ইতিমধ্যে এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।
প্রতিবেদকের হাতে আসা ওই অভিযোগপত্রে বলা হয়, ‘সরকারি জমি দখল, প্রভাবশালী হিসেবে ক্ষমতার দাপুট দেখান আব্দুল হাকিম৷ এছাড়া নিজেকে ভূমিহীন দেখিয়ে নামে-বেনামে সরকারি জমি লিজ নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন হাকিম আমিন এবং এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত।
একুশজনের সাক্ষরিত পাওয়া ওই অভিযোগপত্রে আরও বলা হয়, পালামগঞ্জ বাজারে সরকারি জমি লিজের নামে দুর্নীতি করে আত্মসাৎ করেছেন। এছাড়া সরকারি জমি দখল করে নিয়ে বিভিন্ন মানুষকে নির্মমভাবে অত্যাচার করেছেন আব্দুল হাকিম৷ তিনি দোহার উপজেলা শেখ রাসেল প্রজন্ম লীগের সাবেক সভাপতি।
অভিযোগে আরও বলা হয়, ‘এই অঞ্চলে জমি সংক্রান্ত বিষয়ে একটি খুনের ঘটনায় আব্দুল হাকিম হত্যা মামলার আসামী৷ যার মামলা নম্বর ৩৭৮৭/২৩। উল্লেখিত মামলায় ১ নং হুকুমের আসামী আব্দুল হাকিম ওরফে হাকিম আমিন৷ মামলাটি ঢাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগের শেষে গ্রামবাসীর পক্ষে বলা হয়, হাকিম আমিনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় সংশ্লিষ্ট দফতরগুলোকে ।
সরকারি বিভিন্ন দফতরে দেওয়া অভিযোগের বিষয়ে জানতে আব্দুল হাকিম আমিনের মুঠোফোনে সংযোগ দিলে রিসিভ করে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘কোন কোন অফিসে অভিযোগ দিয়েছ তা আমি জানি না এবং কোনো অফিস থেকে এপর্যন্ত আমাকে ডাকা হয়নি এসব ব্যাপারে ।
তিনি দাবি করে আরও বলেন, আমার বিরুদ্ধে যদি এসব অভিযোগ দিয়ে থাকে তাহলে এগুলো মিথ্যা। আমি আওয়ামী করিনি৷ শেখ রাসেল প্রজন্ম লীগের যে কমিটি করা হয়েছিল ওই কমিটি ওই সময়েই আবার বিলুপ্তি করা হয়েছে, আমি তখন অন্য একটি দল করতাম বলে ।
‘সরকারি জমি লিজ হিসেবে নামে-বেনামে কতগুলো নিয়েছেন’ প্রশ্ন করলে তিনি বলেন, নদী ভেঙে যাদের বাড়িঘর হারিয়েছে তাদেরকে সরকারি জমি নিতে আমি সহযোগিতা করেছি ।
‘পালামগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে আপনার নামে-বেনামে সরকারি জমি নিয়ে দখলে রেখেছেন, এমন অভিযোগ কেন এলাকাবাসীর’ এবং আপনি ভূমিহীন না হয়েও সরকারি এত সম্পত্তি কিভাবে লিজ নিলেন’ সম্পত্তির পাহাড় গড়েছেন? ‘এমন প্রশ্ন বার বার করলেও কোন উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলেন৷ একপর্যায়ে বলেন, আপনার সাথে এসব ব্যাপারে সরাসরি কথা বলবো। পরে সংযোগ কেটে দেন ।