সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
দোহার নবাবগঞ্জ প্রতিনিধি:: পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনে অতীব জরুরি বিষয়। এ বিষয়টি গুরুত্ব দিয়ে, ঢাকার দোহারে সামাজিক সংগঠন “পদ্মা সহযোগী সংস্থা” এর উদ্যোগে পদ্মা নদীর বাঁধ পরিষ্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সরেজমিনে রোববার সকালে দেখা যায়, সংস্থাটি প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবী রোববার সকাল থেকে নিজেদের উদ্যোগে দোহারে অবস্থিত পদ্মা নদীর ৩ কিলোমিটার বাধ পরিষ্কার করার কার্যক্রম পরিচালনা করছেন।
স্বেচ্ছাসেবীরা জানায়, গত এক সপ্তাহ যাবত প্রতিদিন সকাল ৭টা থেকে পালা বদলের মাধ্যমে বিকেল পর্যন্ত তারা বাধ পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে। বাঁধ পরিষ্কার কার্যক্রম সার্বিক সহায়তাসহ এগিয়ে এসেছেন, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, ইউপি সদস্য নুরু ভূইয়াসহ মো. শহিদ খান। পদ্মা সহযোগী সংস্থার সদস্য মনির হোসেন, নাঈম শিকদার, মিরাজ মোল্লা, বিদ্যুৎ, জনি, আপন প্রমূখ।
এসময় সংস্থার সদস্যরা বলেন, সর্বত্র পরিচ্ছন্ন জীবন দরকার। এই ধারনা থেকে আমরা কাজ করে যাচ্ছি।