শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহারে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জড়িত সোহেল রানা নামের যুবকের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করেছে ওই ছাত্রীর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী নারিশা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৯ সেপ্টেম্বর (রোববার) বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিদ্যালয় ছুটি হলে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখজি করে। এরপর তাঁরা জানতে পারেন যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল এলাকার ইসারাতের ছেলে সোহেল রানার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে।
মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে পারে ওই দিনই সকাল ১০ টায় নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা এলাকায় নকশি রেস্টুরেন্টে নিয়ে আসে স্কুল ছাত্রীকে। এরপর সেখান থেকে বাসে তুলে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। ৩০ সেপ্টেম্বর (সোমবার) দিনের বেলা কক্সবাজার অজ্ঞাত হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে।
এঘটনার পর মঙ্গলবার সকাল ১০টায় তাঁকে (ওই ছাত্রীকে) মাঝিরকান্দা ফেলে রেখে ওই ছেলে পালিয়ে যায়। মেয়েটি বাসায় ফিরে তাঁর মা বাবাকে জানালে ওই দিন রাতেই নবাবগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষনের অভিযোগে নারী নির্যাতন আইনে মামলা হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। আসামী সোহেল রানাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।