শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

দোহারে সাংবাদিকের উপর হামলা

ঢাকার দোহারে সাংবাদিক কাজী যুবায়ের আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দোহারে সাংবাদিকের উপর হামলা

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহারে সাংবাদিক কাজী যুবায়ের আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে রাইপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তাঁকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত সাংবাদিক কাজী যুবায়ের আহমেদ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর দোহার প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক এশিয়া বার্তার সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়া নিয়ে ইউপি মেম্বার ঝরনা বেগম ও লিটন মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো।

এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে কাজী জুবায়েরসহ কয়েক জন সেখানে যায়। এসময় রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার, তৌহিদসহ বেশ কয়েকজন তাঁকে শাসায়। এরপর সভা থেকে বের হলে অতর্কিত হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। এ সময় তাঁর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর মাথায় কিলঘুষি ও বাম হাতে ইটের আঘাত করে।

এ ব্যাপারে কাজী জুবায়ের বলেন, আমি সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদারের নেত্বতে ৫/৬জন কিছু বুঝে উঠার আগেই আমার উপর অর্তকিত হামলা করে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর শিকদারকে তাঁর মুঠোফোনে কয়েকবার চেষ্টা করলেও তিনি ধরেননি।  এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com