শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

দোহারে সংঘবদ্ধ চোরচক্রের ২ সদস্য গ্রেফতার লুণ্ঠিত স্বর্ণ ও মোবাইল উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহারে সংঘবদ্ধ চোরচক্রের ২ সদস্যকে লুণ্ঠিত মালামাল স্বর্ণ ও মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করে দোহার থানা পুলিশ। সংবাদ সম্মেলনে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গত (১১ নভেম্বর) রাত আনুষ্ঠানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের সৌদি প্রবাসী হাসিবুর রহমান উর্ফে উজ্জ্বল তালুকদার (৫০) এর তালাবদ্ধ বসত ঘর টিনশেড বিল্ডিংয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

এসময় আলমারিতে থাকা পাঁচ ভরি ওজনের স্বর্ণের একরি সীতাহার যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা, স্বর্ণের তৈরি আট আনা ওজনের এক জোড়া কানের দুল যার মূল্য ৫০ হাজার টাকা, একটি ওনার ব্রান্ডের এন্ড্রুয়েড মোবাইল ফোন যার মূল্য ২০ হাজার টাকা, একটি স্যামসাং ব্রান্ডের মোবাইল ফোন যার মূল্য ১২ হাজার টাকা এবং নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা।

এবিষয়ে দোহার থানায় নিয়মিত মামলা রুজু হলে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম দোহার সার্কেলের তত্ত্বাবধানে, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের অপারেশন পরিকল্পনায় এবং ইন্সপেক্টর শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই জসিম ও এসআই দেলোয়ার হোসেনসহ দোহার থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে চুরির ঘটনার সাথে জড়িত ২ জন আসামী মিলন চোকদার (২৯) পিতা সেলিম চোকদার সাং বেথুয়া ও নাজির (৩৪) পিতা সোনা মিয়া সাং দোহারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটকের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের দখল থেকে সীতাহারটি ও ঐ দুটি মোবাইল ফোন মোবাইল ফোনসহ একটি চুরির কাজে ব্যবহৃত টিন কাটার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য হয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় রেকি করে ফাকা বাড়িতে/ তালাবদ্ধ ঘরে চুরি আসছে বলে তারা স্বীকার করে। উক্ত দলের সদস্যগণ বিভিন্ন দলে ভাগ হয়ে ছদ্মবেশে তথ্য সংগ্রহ করতো ও টার্গেট টিক করতো, পরে একত্রে চুরি করে সটকে পরতো। ধৃত আাসামিদের সাথে যারা জড়িত আছে তাদের ধরতে তদন্ত চলমান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com