বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, দোহার থেকে:: ঢাকা জেলা পুলিশ সুপারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে ঢাকা জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে লিটল ফ্রী লাইব্রেরী ও বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে স্কুলের ভবনে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার-দোহার সার্কেল মোঃ আশরাফুল আলম ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,বই ও একটি লিটল ফ্রী লাইব্রেরি বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার থানা ওসি তদন্ত আজাহারুল ইসলাম, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম, একুশের কন্ঠ পত্রিকার ব্যুরো চীপ সাংবাদিক আবুল হাশেম, ফরিদ মেম্বার, দুই থানার নব নিযুক্ত ৬ জন এস আই সহ শিক্ষক শিক্ষার্থীরা।