বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে রামনাথপুরে (১২) বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ শনিবার রাতে মো. হানিফ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত হানিফ লক্ষীপুর জেলার সা-ময়দেবপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
ভূক্তভোগী শিশুর পরিবারের দাবী, গত বৃহস্পতিবার দুপুরে শিশু কন্যাটি তাদের বসতঘরে চা পান করছিলো। এসময় তার পিতা-মাতা বাড়িতে ছিলো না। তারা কাজের জন্য বাড়ি থেকে একটু দূরে ছিলেন। ঠিক এই সুযোগে হানিফ ওই ঘরে প্রবেশ করে জোরপূর্বক কন্যা শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক হানিফ পালিয়ে যায়। পরে শিশুর মা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। তিনি তার কন্যার ন্যায় বিচার প্রাপ্তিতে সকলের সহযোগীতা কামনা করেন।
রামনাথপুর এলাকার আব্দুল কাদের বলেন, কন্যা শিশুর পরিবারটি হতদরিদ্র্য ও অসহায়। ফলে তার ন্যায় বিচার পাওয়া খুবই দুস্কর। তবে প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষেই সম্ভব ন্যায় বিচার নিশ্চিত ও প্রাপ্তিতে ভূক্তভোগী পরিবারকে সহযোগিতা করা। তিনি আরো বলেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিষয়টি অর্থের বিণিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলো। এখনো তারা চেষ্টা করছেন। তাই সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।
এবিষয়ে দোহার থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, পুলিশ বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে যায় এবং শিশুর মা মামলা দায়ের করেন। আমরা অভিযুক্ত হানিফকে গ্রেফতার করে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এছাড়া ওই শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।