সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করেছে।
রোববার ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে দক্ষিণ জয়পাড়া একটি বাড়ি হতে এসব উদ্ধার ও আটক করা হয়। আটক তিনজনকে দোহার থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার ক্যাম্পের সেনাবাহিনীর নেতৃতে শনিবার দিবাগত মধ্যরাত হতে রোববার ভোর পর্যন্ত উপজেলার দক্ষিণ জয়পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে যৌথ বাহিনী। অভিযানে সহায়তায় করেন দোহার থানা পুলিশের একটি দল। অভিযানে আটককৃতরা হলেন- দক্ষিণ জয়পাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শহীদ (৪৫) এবং তার দুই ভাই ইলিয়াস (৩৮) ও সজীব (৩৩)। এসময় তাঁদের দেয়া তথ্যমতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, ১৬টি দেশীয় তৈরী ধারালো অস্ত্র, মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। রোববার ভোরে আটককৃত ব্যক্তি ও মালামাল দোহার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। শহীদ ও তাঁর ভাইয়ের নামে আগেও দোহার থানায় মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দোহার থানার ওসি (তদন্ত) মো. নুরুন্নবী বলেন, এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আজই আদালতে প্রেরণ করা হবে।