শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

দোহারে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী

দোহারে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের দেশ ভাবনা শীর্ষক আলোচনা বিষয়ক সভা ও বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়েছে। দোহারে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের দেশ ভাবনা শীর্ষক আলোচনা বিষয়ক সভা ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

৩১ আগষ্ট শনিবার বিকেলে লটাখোলা নতুন বাজারে যুব অধিকার পরিষদের দোহার উপজেলার আহবায়ক মোঃ ইকবাল বাহারের সভাপতিত্বে, ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা যুব অধিকার পরিষদের ৪র্থ বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মানবাধিকারের সাধারণ সম্পাদক ঢাকা জেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব ও দোহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নাছির উদ্দীন পল্লব। প্রধান অতিথি বলেন “বহু কষ্টে অর্জিত ৫  আগস্টের স্বাধীনতা তাকে সমুন্নত রাখতে হবে। গণ অধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে। সাম্য মানবিক ও ন্যায়বিচার ভিত্তিক রাস্ট্র গঠনই আমাদের কাম্য। “

সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় ও একটি বিজয় রেলী লটাখোলা নতুন বাজার থেকে জয়পাড়া কলেজ মোড় হয়ে থানা গেটে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, গন অধিকার পরিষদের থানা আহবায়ক আঃ জব্বার,সদস্য সচিব ডেন্টিস্ট মাসুদ রানা, যুগ্ন সচিব আলমগীর মাদবর , দোহার উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান, (প্রিতুল) সদস্য সচিব মোঃ আবু কাউছার (সোহাগ) ও জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক আহিল ইসলাম ওমর, ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতা মাহমুদপুর ইউনিয়নের মিজান, সুতার পাড়া ইউনিয়নের মিরাজুল, মুকসেদপুর ইউনিয়নের মফিজুর রহমান জয় সহ গণমাধ্যম কর্মিরা।

সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় ও একটি বিজয় র‌্যালী  লটাখোলা নতুন বাজার থেকে জয়পাড়া কলেজ মোড় হয়ে থানা গেটে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com