বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার দোহারে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এরপর র্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি সম্পূর্ণ করা হয়।
আলোচনায় প্রধান বক্তা ফজলুল হক ও প্রধান অতিথি মোঃ আলমগীর হোসেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ও রাজনৈতিক তাৎপর্য উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মামুন খান, দোহার থানার ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, রাইপাড় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, নারিশা ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর, বেগম পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কুলসুম বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন।