শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:০০ অপরাহ্ন

দোহারে ‘মা’ ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দোহারে ‘মা’ ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:: চলতি মাসের ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান। যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এই বাইশ দিন মা ইলিশ শিকার, ক্রয়, বিক্রয়, পরিবহণ, মজুতসহ এর সাথে সংশ্লিষ্ট সব কিছুই নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এই সময়টা বরফকলগুলো বন্ধ থাকবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে। তাই দেশের ইলিশের চাহিদা মেটাতে এসব বাস্তবায়নে তৎপর থাকবে প্রশাসন, মৎস্য দফতর ও নৌ-পুলিশ।

এদিকে ‘মা’ ইলিশ রক্ষায় সর্বোচ্চ তৎপর রয়েছে ঢাকার দোহার উপজেলা প্রশাসন। যদিও পদ্মা নদীর বেশ কিছু অংশ নিয়ে দোহার অঞ্চল। এই পদ্মা থেকেই সারাবছর ইলিশ মাছ শিকার করেন পেশাদার জেলেরা। তাই ‘মা’ ইলিশ রক্ষায় এই বাইশ (২২) দিন দোহার উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা প্রশাসনের মূল লক্ষ্য ‘মা’ ইলিশ রক্ষায় এই সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা।

রোববার (১৩ অক্টোবর) প্রথমদিন থেকেই তৎপর রয়েছে প্রশাসন। প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালতের টহলের পাশাপাশি বাড়তি নিরাপত্তার জন্য পদ্মার গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন নৌ-পুলিশ সদস্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষে অভিযানের প্রথমদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।

এসময় করম আলীর মোড়, মৈনট ঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি বরফকল চালু অবস্থায় পেয়ে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং সংরক্ষণ অভিযান চলাকালে এসব কল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়া প্রায় এক লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া সরজমিনে ঘুরে দেখা যায়, অনেক বরফকলের মূলফটকে বরফ উৎপাদন ও বিক্রি বন্ধ ঘোষনা করা হয়েছে মালিক পক্ষ থেকে।

এ বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান মুঠোফোনে বলেন, ‘মা’ ইলিশ রক্ষায় এই অভিযান চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত-দিন সর্বক্ষণ ভ্রাম্যমাণ আদালতের নজরদারি রয়েছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন মুঠোফোনে বলেন, ‘মা’ ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান রয়েছে। প্রথমদিনেই চারটি বরফকলকে আইনের আওতায় আনা হয়েছে এবং কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সংরক্ষণ অভিযানের পূর্বে থেকেই প্রচার-প্রচারণা ও জনসচেতনতা হিসেবে সভা সেমিনার করা হয়েছে। এছাড়া জেলেরা যেন এই ২২ দিন মাছ শিকার না করে সেজন্য তাদের সরকারের পক্ষ থেকে চাল দেওয়া হয়েছে। এছাড়া ‘মা’ ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com