শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

দোহারে ভোটার হতে এসে দুই রোহিঙ্গা ও স্থানীয় এক নারী আটক

দোহারে ভোটার হতে এসে দুই রোহিঙ্গা ও স্থানীয় এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারে দুই রোহিঙ্গা ও স্থানীয় এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা নির্বাচন অফিস।

বৃহস্পতিবার বিকেলে ভোটার হতে এসে তাঁরা ধরা পড়ে বলে জানা গেছে । তাঁদেরকে রাতে দোহার থানা পুলিশে সোর্পদ করা হয়।

আটককৃত দুই রোহিঙ্গা হলেন, কক্সবাজারের ঠেংখালী ক্যাম্প-১২ তে বসবাসরত হাবীবুল্লাহর ছেলে মো. সাঈদ (২৯) এবং টেকনাফ জাদিমুড়ায় বসবাসরত আবুল কাশেমের ছেলে মো. আমির। এছাড়া তাঁদের সাথে আসা ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামের মাসুম হাওলাদারের স্ত্রী খাইরুন নাহার (৩৮) কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাঈদ ২০১৫ সালে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারত প্রবেশ করে। তারপর ভারত থেকে সে সৌদি আরবে চলে যায়। ২০১৯ সালে ফের সে বাংলাদেশে আসে। অন্যদিকে আমির চার মাস আগে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

দোহার নির্বাচন অফিস জানায়, ভোটার হওয়ার জন্য তাঁরা নাগরিক সনদ, বিদ্যুৎ বিল, বাবা-মায়ের আইডি কার্ডসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দোহার উপজেলা নির্বাচন অফিসে যায়। সেখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাঁেদর সন্দেহ করে। এসময় কাগজপত্র চ্যালেঞ্জ করলে তাঁরা রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে দোহারের ওই নারী খাইরুন নাহারসহ তিন জনকে সন্ধ্যার পর দোহার থানায় সোপর্দ করে উপজেলা নির্বাচন অফিস।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। প্রতারণায় আশ্রয় নেয়ার চেষ্টা করেছিলো তাই তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com