বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

দোহারে বিশ্ব মা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, একুশের কন্ঠ:: শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্য ও শ্লোগানে পালিত হলো দোহারে বিশ্ব মা দিবস।

রোববার (১২ মে) বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সফল মা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলার প্রাণকেন্দ্রে বেগম আয়েশা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে, উপজেলা সমবায় অফিসার আরিফা বানুর সঞ্চালনায় বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। শুরুতেই মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি মা দিবস এর তাৎপর্য নিয়ে আলোচনার মধ্যদিয়ে উপস্থিত বক্তারা মা দিবস নিয়ে আলোচনা শুরু করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ মহিলা সংরক্ষিত নারী আসনের সাংসদ আনার কলি পুতুল এমপি’। তিনি বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের ভূয়সী প্রশংসা করে বিশ্বের সকল মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সভায় উপস্থিত মা শব্দের জননী যাদের আছেন, তাদের পাশে থেকে যত্ন নেওয়া, সকল মা ও মায়ের প্রতি ভালোবাসা বজায় রাখার আহবান জানান।

সভাপতি হিসেবে উপস্থিত থেকে মোঃ জাকির হোসেন বলেন, ফজিলাতুন্নেছা মুজিব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন নারী এবং মা তাদের জীবনদর্শন, ভূমিকা ও মা হিসেবে একজন নারী গর্ভধারন ভাতা থেকে বয়স্ক ভাতা সহ বিভিন্ন সুবিধাদি, নারীর ক্ষমতায়ন তিনি তার আমলেই শুরু করেছেন কারন তিনি একজন মা।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তি, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, প্রতিটি দপ্তর প্রধান, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com