রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:২০ অপরাহ্ন
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: শেখ হাসিনা পদত্যাগের পর সারাদেশে যখন হামলা, ভাঙচুর তখন আতঙ্কে ছিল গ্রামের সাধারণ মানুষ৷ এরই মধ্যে গত দুদিন ধরে ঢাকার পাশে দোহারে দুটি বিনোদন স্পটে দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত৷
দোহারের মৈনট ঘাট, বাহ্রা ঘাট, বাহ্রা পদ্মা গ্রিন গার্ডেন, নারিশা ডাকবাংলো বিনোদন কেন্দ্রগুলোতে বিকেল হলেই এসব স্পটে ভীড় বাড়তে থাকে।
এছাড়াও বিভিন্ন ধরনের খাবার সামগ্রীর ছোট-বড় দোকানও ছিল অনেক৷ পাশাপাশি বাচ্চাদের খেলনার দোকানও চোখে পড়েছে৷ খাবারের মধ্যে ফুচকা, ঝালমুড়ি, চটপটি বেশি বেচাকেনা করতে দেখা গেছে।
বিনোদন কেন্দ্রগুলো পদ্মা পাড়ে হওয়ায় বেশি নজর কাড়ে দর্শনার্থীদের। পদ্মার সুগন্ধি বাতাসে দর্শনার্থীদের মনকে উৎফুল্ল করে তুলে৷ বিকেলের পর সন্ধ্যা হলেই বাতাসের সাথে সাথে বাড়তে থাকে বিনোদন প্রেমিকদের ঝুমপেশ আড্ডা৷ এছাড়া পদ্মার পানির স্রোতের সাথে কল কল শব্দ তো আছেই৷
ব্যবসায়ী আবুল কালাম বলেন, আমাদের একমাস ব্যবসা বানিজ্য বন্ধ থাকার পর শুক্রবার ও শনিবার লোকজনের ভীড় বাড়ছে এবং বেচাকেনাও ভালো।
মারিয়া আহমেদ নামক এক শিক্ষার্থী বলেন, আমরা কোন সহিংসতা চাইনা মারামারি, জ্বালাওপোড়াও চাই না।
ছামাদ নামে ট্রলার মালিক বলেন, আমার ছাদ বিহীন ৫০ সিটের ট্রলার। দেশে শান্তি থাকলে মানুষকে বিনোদন দিয়ে দুই টাকা কামাতে পারলে সন্তান পরিবার নিয়ে বাঁচতে পারবো। তিনি আরও বলেন, ধীরে ধীরে দেশ এখন শান্তির দিকে যাচ্ছে। আরেকটু স্বাভাবিক হলে বিনোদন কেন্দ্রে মানুষের ভীড় বাড়বে।