রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:২১ অপরাহ্ন
দোহার (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় দোহার উপজেলার করমআলী মোড়ে বিএনপি’সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ওই সমাবেশ করা হয়।
সমাবেশ শুরু করার আগে দোহারের করমআলী মোড়ে নেতাকর্মীদের ঢল নামে। দোহার উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে নেতাকর্মীরা।
এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো করমআলী মোড়। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে গলা ফাটিয়ে বিভিন্ন ধরনের স্লোগান ও অঙ্গভঙ্গিমায় বিজয় উল্লাস করছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, যারা বিভিন্ন স্থানে অরাজকতা করছে তারা আমাদের লোক না। তারা তৃতীয় পক্ষ ও নামধারী।
তিনি আরো বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা অনেক কষ্ট করে এ স্বাধীন এনেছে তাদেরকে আমাদের স্বরণ রাখতে হবে। যারা মৃত্যুবরন করেছে তাদের জন্য দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাদেরকে বেহেশত দান করে। আর যারা আহত হয়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, যারা হিন্দুধর্মের লোক আছে, আপনারা সবাই হিন্দুদের মন্দির বাসা পাহাড়া দিবেন তারা যাতে নিরাপদে থাকতে পারে সে ব্যবস্থা করবেন। আর দোহার থানা পুলিশ এর সাথে কথা হয়েছে তারা আজকে আসবে তাদের নিরাপত্তার ব্যবস্থা আপনারা করবেন। যারা অন্যয় করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে আপনারা শান্ত থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলার বিএনপির সভাপতি মেছের খান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভার বিএনপির সভাপতি মো: কদ্দুসসহ দোহার উপজেলায় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার কর্মিরা।