সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

দোহারে বাজার মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা

দোহার (ঢাকা) প্রতিনিধি : নিত্যপ্রোজনীয় পন্য বিক্রয় ও পন্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মনিটরিং করা হয়েছে।

১৫ মার্চ, শুক্রবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার থানার মোড়, লটাখোলা বাজার ও কার্তিকপুর বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে এবং ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রয় রোধে অভিযান, বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে অত্যাধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়, পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও পাশাপাশি কৃষি বিপণন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৫টি মামলায় ০৫ দোকানদারকে সর্বমোট ৯,০০০/-(নয় হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করেন।

অভিযান পরিচালনাকালে বিজ্ঞ ম্যজিস্ট্রেট সতর্ক করে বলেন, পাইকারী ও খুচরা বাজারে যথাযথভাবে ভাউচার/রসিদ সংরক্ষণ এবং যাতে কেউ অবৈধ মজুদ না করে সে বিষয়ে সতর্ক করা হয়।
এসময় পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দকে সরকার নির্দেশনা প্রতিপালনে উদ্ভুদ্ধ করা হয়।

এছাড়াও পবিত্র রমজান মাসে ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণে দোহার উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com