শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

দোহারে প্রবাসী ফাউন্ডেশনের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

নবাবগঞ্জ প্রতিনিধি : “উপহার যাবে দ্বারে দ্বারে, ঈদ আনন্দ ঘরে ঘরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৯ এপ্রিল সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের জয়নাল মেম্বারের মোর সংলগ্ন এলাকায় ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নয়াবাড়ি ইউনিয়নের অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এমন উদ্যোগ বলে জানান সংগঠনটির সভাপতি কুয়েত প্রবাসী শেখ শহীদুল ইসলাম। তিনি বলেন আমাদের এ কার্যক্রম বিগত ৪ বছর যাবত পূর্ব থেকে করে আসছি আগামীতে আরো ব্যতিক্রমধর্মী কিছু করবো ইনশাআল্লাহ। পাশাপাশি সংখ্যাও বৃদ্ধি পাবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন বলেন, নয়াবাড়ি ইউনিয়নের একঝাঁক যুবকের সমন্বয়ে গঠিত প্রবাসী ফাউন্ডেশন ভূয়সী প্রশংসা করে সকলেকে এমন আয়োজনের সাদুবাদ জানান।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী এডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, ৫নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নুরু ভূইয়া, উপদেষ্টা মনির হোসেন খান, সহ-সভাপতি নুরে আলম খান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল হালিম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবী উপদেষ্টা শেখ আব্দুর রশিদ, বকুল মেম্বার, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক মো. আজাদ হোসেন বাদশা, সহ-ক্রীড়া সম্পাদক রিপন হোসেন, সদস্য জনাব সাহেদ, স্বেচ্ছাসেবী ছিলেন লাভলু, রিপন, দিহান সহ আরও অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাসিবুল হাসান দিনার।

এ সময় প্রবাস থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম প্রধান সমন্বয়কারী মনির ভূইয়া, সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হোসেন আছর উদ্দিন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম ঝিলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের দিপু শিকদার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রান সম্পাদক মীর শাহিন, প্রচার সম্পাদক শেখ জসিম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com