বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

দোহারে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পাকা রাস্তার পাশে গর্ত

দোহার (ঢাকা) প্রতিনিধি : দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী কোঠাবাড়ী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয় ও শিলাকোঠা প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার এম খান সোহেল। একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত।

তিনি নিজ অর্থায়নে এবং নিজের জায়গা ছেড়ে দিয়ে এলাকার জনসাধারণের জন্য পায়ে হাঁটার রাস্তা করে দিয়েছেন। অথচ সেক্ষেত্রেও ঘটেছে ব্যত্যয়।
মামুন ফকির, পিতা: হারুন ফকির, সুন্দরীপাড়া, দোহার, ঢাকা তার পৈতৃক জায়গায় সম্পূর্ণ ইচ্ছাকৃত ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকারী রাস্তা এবং ইঞ্জিনিয়ার সোহেল সাহেবের অর্থায়নে করা রাস্তার পাশে নিচু জয়গায় বড় গর্ত করে রেখেছেন যাতে অল্পবৃষ্টিতে রাস্তাটি ভেঙে যায় এবং ইঞ্জিনিয়ার সোহেল সাহেব সহ এলাকাবাসীর চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।

ঘটনাট ঘটেছে নুরুল্লাপুর শাহ লাল ফকির বাড়ির মুল ফটক সংলগ্ন রাস্তার বিপরীতে খান এম এ সোহেলের বাড়ি সামনে। এতে
এলাকাবাসীরা ক্ষুব্ধ নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমাদের ছেলে মেয়ের এই রাস্তায় চলাফেরা করেন স্কুলে যায়। সোহেলে সাহেব নিজ অর্থায়নে এবং নিজের জায়গা ছেড়ে দিয়ে এলাকার জনসাধারণের জন্য পায়ে হাঁটার রাস্তা করে দিয়েছেন।

ওই রাস্তাটি যাতে ভেঙে না যায় তার জন্য আরসিসি ঢালাই করে পাকা করে দিয়েছেন। মামুন ইচ্ছাকৃত ভাবে এই কাজটি করছেন আমরা এর প্রতিবাদ জানাই।
এবিষয়ে খান এম এ সোহেল জানান আমার বাড়ির সামনে রাস্তাটি আমি বেশ কয়েক বছর আগে নিজ খরচে করে দিয়েছি কারন এই রাস্তা দিয়ে কোমলমতি শিক্ষার্থী প্রাথমিক ও শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে এবং এলাকাবাসী সহ কলেজ শিক্ষার্থীদের আসাযাওয়া করে তাই রাস্তাটি পাকাপোক্তভাবে আরসিসি ঢালাই করে দিয়েছি কিন্ত দুঃখজনক হলেও মামুন ফকির রাস্তার নিচু জায়গায় একটি বড় গর্ত করে রেখেছেন যাহাতে অল্প বৃষ্টি হলেই ভেঙ্গে পরে।

বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষন করেছি এবং জনসাধারণের যাতায়াত যাতে বিঘ্ন না ঘটে একজন দায়িত্বশীল বিবেকবান নাগরিক হিসেবে মনে করি সেটাই আমাদের করা উচিত। তাই এলাকাবাসী সহ প্রশাসনের সরেজমিনে এসে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

এবিষয়ে কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমি জানিনা আপনার মাধ্যমে জানতে পারলাম।
বিষয়টি সম্পূর্ণভাবে প্রতিহিংসা চরিতার্থ করার অপপ্রয়াস এবং জনস্বার্থ বিরোধী বটে। এমন ঘটনার তিব্র নিন্দা জানাই, পাশাপাশি বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ হেন কর্মকান্ডের তীব্র নিন্দা করে বিষয়টিতে দ্রুত প্রশাসনের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন। এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com