শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

দোহারে পুরনো ভিডিও দিয়ে প্রতিমা ভাংচুরের গুজব, সতর্ক থাকার আহ্বান পুলিশ কর্মকর্তার

দোহারে পুরনো ভিডিও দিয়ে প্রতিমা ভাংচুরের গুজব, সতর্ক থাকার আহ্বান পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়ায় একটি পূজা মন্ডপে প্রতিমা ভাংচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোহার ও পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জসহ ঢাকা জেলায় সকল মন্ডপে আতংক সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ঘটনাটি ছিলো গত বছরের দোহার এলাকার একটি মন্দিরের।

বৃহস্পতিবার বিকেল তিনটায় ঘটনাস্থল পরিদর্শন করে দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দোহারে যে প্রতিমা ভাংচুরের ঘটনাটি ছড়ানো হয়েছে এটি মূলত গত বছরের। আইনশৃঙ্খলা অবনতির জন্য কোন একটি মহল এটি ছড়িয়েছে বলে জানান তিনি।

আশরাফুল আলম বলেন, ভিডিওতে যে দৃশ্য দেখানো হয়েছে এবছর ঐ মন্দিরে কোন প্রকার ভাংচুর বা এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এসময় তিনি গুজব থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে দোহারের ৪৪টি পূজামন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপু জানান, দোহারের কোন পূজা মন্ডপ ভাংচুর হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছরের একটি ভিডিও প্রচার করে গুজব ছড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com