বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
দোহার (ঢাকা) প্রতিনিধি, একুশের কন্ঠ : ঢাকার দোহারে সোমবার রাতে পদ্মা নদীর মধুরচর বটতলা ও কৃষ্ণদেবপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজারসহ তিন জনকে আটক করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের দুইলক্ষ টাকা অর্থদন্ড ও তিন (৩) মাসের কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার ভুইয়ানলা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আরিফ, মেহেন্দীগঞ্জ উপজেলার চরমেটুয়া গ্রামের রশিদ হাওলাদারের ছেলে মো. রাসেল ও ফরিদপুর জেলার চরভদ্রসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের হালিম ফকিরের ছেলে আব্দুল ওয়াহাব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এসময়ে দোহার থান পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র পদ্মায় বালু উত্তোলন করছিলো এমন অভিযোগের ভিত্তি অভিযান চালিয়ে ড্রেজারসহ ৩ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড ও কারাদন্ড দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে।