শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন খান এর নিজস্ব অর্থায়নে নয়াবাড়ি ইউনিয়নে ও দোহার পৌরসভার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
রবিবার (৭ এপ্রিল) নয়াবাড়ি ইউনিয়নে ও সোমবার সকাল ১১ টায় দোহার পৌরসভার প্রাণকেন্দ্র ও প্রধান কার্যালয়ের পিছনে আলহাজ্ব নাসির উদ্দীন এর নিজস্ব বাসভবনের প্রধান ফটকের সামনে (দুই এলাকায়) আলহাজ্ব নাসির উদ্দীন এর একমাত্র সন্তান মোঃ মিরাজ খানকে সাথে নিয়ে (৪) চারশত পরিবারের মাঝে ঈদ উপহার শাড়ি কাপড় তুলে দেন অসহায় পরিবারদের মাঝে। তিনি ধারাবাহিকভাবে ঈদ ছাড়াও বিভিন্ন দিবসে অসহায় গরিব মানুষের পাশে থেকে নগদ অর্থ বস্র প্রদান করে থাকেন।
বিতরণকালে আলহাজ্ব নাসির উদ্দীন তার বক্তব্যে সকলের কুশলাদি জেন নিজের ও পরিবারের জন্য দোয়া প্রার্থনা করে সমাজ সেবা ও মানুষের কল্যানে যেখানে যতটুকু সম্ভব ও করনীয় সবকিছুই করবেন বলে প্রতিশ্রুতি দেন উপস্থিত সকলের মাঝে।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান বেপারী সহ অন্যান্যরা। এছাড়াও মিডিয়ার কর্মিরা উপস্থিত ছিলেন।