শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:১১ অপরাহ্ন

দোহারে দু:স্থদের মাঝে যুবলীগের ইফতার সামগ্রী বিতরন

দোহার (ঢাকা) প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান এবং সাধারন সম্পাদকের আহবানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোহার উপজেলার গরীব,অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা যুবলীগ।

শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫টায় উপজেলার সুতারপাড়া বাজার এলাকায় জেলা যুবলীগের উদ্যেগে ইউনিয়ন আওয়ামীলীগের অফিস কার্যালয়ের সামনে রান্না করা খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সংরক্ষিত আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের যুগ্ন সাধারন-সম্পাদক শেখ আনার কলি পুতুল।

এ সময়ে তিনি বলেন, যুবলীগ সবসময় জনগনের দুঃখ দুর্দশায় পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আজ কর্মহীন, অসহায়, দুঃস্থ মানুষ খাদ্য কষ্টে না ভোগে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্ঠা সালমান এফ রহমানের আহ্বানে জেলা যুবলীগের উদ্যেগে আমার নিজ এলাকায় দু:স্থ মানুষের পাশে এসে দাড়িয়েছি। এই সহযোগীতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

ঢাকা জেলা যুগ্ন আহবায়ক মাসুদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, আলী আহসান খোকন শিকদার।

জেলা যুবলীগের সদস্য শেখ সালাউদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেরা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাশার মৃধা, সদস্য আকতার হোসেন, সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব বেপারী,সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম সেন্টু,সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান, পৌরসভা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.রাজীব, যুবলীগ নেতা চঞ্চল মোল্লা, রফিক, রাজু , সাগর, মেহেদী, সাবেক ছাত্রনেতা রাজিব শরীফ, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com