শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন(ডিকেআইবি) ঢাকার দোহার শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. শাহ আলম সভাপতি ও আব্দুল আওয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সকল সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। জয়পাড়া একটি রেস্টুরেন্টে কমিটির সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন প্রচার সম্পাদক আনোয়ার হোসেন অপু, ঢাকা জেলা সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক জহিরুল ইসলাম প্রমুখ।