রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

দোহারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

দোহারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

নিজস্ব প্রতিবেদক:: ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা মুন্সি বাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এঘটনায় মামলা করে তাঁদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. জসিম (৪৩), একই গ্রামের মাহতাব উদ্দিন আহম্মেদের ছেলে দাউদ আহম্মেদ পাবেল (৪৯), লুৎফর বেপারীর ছেলে শাওন বেপারী (২৫), পশ্চিম শিলাকোঠা গ্রামের মো. মোস্তফার ছেলে আল-আমিন শেখ (২০), আন্ত বাহ্রা গ্রামের শেখ রহমানের ছেলে শেখ নয়ন (২০), শিলাকোঠা গ্রামের শেখ তোতা মিয়ার ছেলে মিরাজ হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে শিলাকোঠা মুন্সি বাড়ি এলাকায় ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। গোপন সংবাদ পেয়ে দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এলাকাবাসী ঘটনা টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাডাকি করলে লোকজন জড়ো হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, আটককৃতরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাঁদের কাছ থেকে ২টি চাপাতি ও ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। ডাকাতির পাশাপাশি গ্রুপ নেতা জসীম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর নামে একাধিক মামলা রয়েছে।

এঘটনায় থানায় একটি মামলা রজু করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাঁদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

এদিকে আটককৃতদের পুলিশ ডাকাত বললেও স্থানীয় শিলাকোঠা বাংলাবাজারের এক ব্যবসায়ী বলেন, এরা সবাই মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com