বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলায় চালনাই এলাকায় একটি বালুভর্তি ট্রাকের চাপায় মো. বাদশা মিয়া (৬৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পোদ্দারবাড়ি এলাকার নোয়াব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯ টার দিকে বালুভর্তি ২টি ট্রাক দোহার থেকে তীব্রগতিতে একে অপরের সাথে প্রতিযোগীতা করে যাচ্ছিল। দোহার উপজেলার চালনাই চক এলাকায় এসে ওভারটেক করার সময় হঠাৎ করে একটি ট্রাক রাস্তার পাশে একটি দোকান ও কারেন্টের পিলারে আঘাত করে উল্টে রাস্তার নিচে জমিতে পড়ে যায়।
এ সময় রাস্তার পাশ দিয়ে হাটতে থাকা মো. বাদশা মিয়া নামের এক চায়ের দোকানদার ট্রাকের চাপায় মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে দোহার থানায় মৃত বাদশা মিয়ার ছেলে শাহ আলম ও নুর আলম পুলিশকে অবগত করেন।
দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, বিষয়টি আমরা জেনেছি। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।