বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে জাহাজ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০-ডিসেম্বর) দুপুরে উপজেলার নারিশা চৈতাবাতর এলাকায় ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় (ডাব্লিউটিসি) অর্থাৎ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের বিভিন্ন সংকট, সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করে জাহাজ মালিকরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টালশিপ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির।
এসময় তিনি বলেন, জাহাজ মালিকদের স্বার্থরক্ষায় যা করার প্রয়োজন আপনাদের সাথে নিয়ে আমরা আমি করবো। ডাব্লিউটিসি’র যত সমস্যা রয়েছে সকল সমস্যা আমরা ঠিক করে দেবো।
মো. খুরশিদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাহাজ মালিক আব্দুল লতিফ ঢালী, আক্তার ফারুক, শাহজাহান মোল্লা, আব্দুর রহিম মিয়া, মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. জামাল উদ্দিন, মাসুদ করিম, মো. জামাল হোসেনসহ তিন শতাধিক জাহাজ মালিকবৃন্দ।