মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

দোহারে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১০

দোহার(ঢাকা)প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড়মাঠ সংলগ্ন এলাকায় মৃত বদরুদ্দিন খান ও নূরা খানদের মধ্যে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো।

শনিবার(১০ মে) সকালে জয়পাড়া বড় মাঠ এলাকায় দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, বিএনপি নেতা আতিকুর রহমান সোহানসহ স্থানীয় আরও কয়েকজন বিষয়টি সমাধানের জন্য বসেন। এরপর বদরুদ্দিনের ছেলে আলামিন গংরা বিচার মানিনা বললে অপর পক্ষ মহিউদ্দিন ও নুরা খানদের মধ্যে তর্কবির্তক শুরু হয়। একপর্যায়ে গ্রাম্য সালিশির বিচারকরা সেখান থেকে চলে যায়৷ পরে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনায় একজন মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় তাহাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। এছাড়া আরও ৮-৯ জন আহত হয়৷

এ ব্যাপারে দোহার পৌর বিএনপি সভাপতি এস এম কুদ্দুস বলেন, দীর্ঘদিন যাবৎ তাঁদের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল৷ আজ আমরা বিষয়টি সমাধানের জন্য গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের
সিধান্তটি মেনে নেয়নি। এরপর আমরা সেখান থেকে চলে আসি। পরে শুনলাম তারা মারামারি করেছেন৷

দোহার থানা পুলিশের উপ-পরিদর্শক সুমন সরকার বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com