শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
দোহার প্রতিনিধি (ঢাকা) : ঢাকার দোহার উপজেলার বসবাসরত বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদেরকে গন-সংবর্ধনায় সন্মানিত করলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার।
গত ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার জয়পাড়া রতন চত্বরের পূর্ব পাশে গ্লোডেন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে প্রায় শতাধিক প্রবাসীকে গণসংবর্ধনা জানানো হয়।
জানা যায় কয়েক মাস আগে উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সহ দুবাইয়ের বিভিন্ন প্রদেশে কর্মরত দোহার নবাবগঞ্জ উপজেলার প্রবাসীরা তাদেরকে গণসংবর্ধনা দিয়ে ফুলে, ফুলে সিক্ত করেন পুরো টিমকে। ওই সময় সফরসংঙ্গি হিসেবে বাশার চোকদারও ছিলেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। তিনি উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার আগে বাশার চোকদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতো সুন্দর একটি অনুষ্ঠান করে প্রবাসী ভাইদেরকে সন্মানিত করার জন্য।
আপনারা (প্রবাসীরা) মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজনকে রেখে পরিবার ও দেশের জন্য যে অবধান রাখেন জাতি কখনো ভুলবেনা।
আমরা যারা দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত থেকে রাজনীতি করি কিছুটা হলেও আপনাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় কাজ করি।
বিদেশে থাকা অবস্থায় আমরা সফরে গেলে বিভিন্নভাবে সন্মানে সন্মানিত করেন। যদি আমি দুবাইয়ের মত দেশে না গেলে বুঝতামইনা।
তিনি আরো বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন কামনা করছি। আশা করি আপনারা ও পরিবারের সবাই-ই সালমান এফ রহমানকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে আবার সংসদে পাঠাবেন। এসব কথা প্রবাসীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, বিলাশপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি, রাশেদ চোকদার,দোহার পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার শওকত বেপারি,পৌর আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, হান্নান চোকদার, বাদল চোকদার,ইপি সদস্য মান্নান,আবেদ সওদাগর, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিন আহমেদ, শ্যামল, সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দোহার উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, মাসুদ, রাজিব মোল্লা,মনির হোসেন, খালেক মোল্লা, দুবাই প্রবাসী আজাহার, হাসান, মহিউদ্দিন, জুলহাস,জাহাঙ্গীর, বাবুল, সাহেদ আলী সহ আরো অনেকে।
এক পর্যায়ে বাশার চোকদারের ব্যবস্থাপনায় উপস্থিতিদের দুপুরের খাবার শেষে কুশলাদি বিনিময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।