শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
দোহার প্রতিনিধি:: ঢাকার দোহারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বটিয়া এলাকায় যুবদল নেতা আলী আব্বাসের আয়োজনে তাঁর নিজ বাড়িতে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক।
আশফাক বলেন, গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী হাসিনা অন্যায়ভাবে জেলে রেখেছে। আজ সে শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে জনগণের সেবা করার সুযোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলা, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাসেম, যুবদল নেতা মাসুমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।