শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

দোহারে একটি সড়কে জনদুর্ভোগ

ঢাকার দোহারে একটি সড়কে যেন দুর্ভোগের শেষ নেই। উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটি এখন দুর্ভোগ চরমে। ঢাকার দোহারে একটি সড়কে যেন দুর্ভোগের শেষ নেই। উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটি এখন দুর্ভোগ চরমে।

নিজস্ব প্রতিনিধি॥ ঢাকার দোহারে একটি সড়কে যেন দুর্ভোগের শেষ নেই। উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটি এখন দুর্ভোগ চরমে। এই সড়কটি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়ির সামনে দিয়ে প্রধান সড়কে সংযোগ হয়েছে।

কিন্ত একটু বৃষ্টি হলেই এই পয়েন্টে হাটু পর্যন্ত পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ৪০-৫০ মিটার এই জায়গাটি এভাবে অকেজো হয়ে পড়ে থাকলেও যেন দেখার কেউ নেই। সড়ক উঁচু ও সংস্কারের দাবি এখানকার বাসিন্দাদের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ‘প্রধান সড়ক থেকে এই সংযোগ সড়কটি অনেকটাই নিচু হওয়ায় এবং আশপাশের বাড়ি উঁচু হওয়ায় এমনটা দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘ এই সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। এখান দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করেন। একটু বৃষ্টি হলেই যেন পানিতে ডুবে যায় সড়ক। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। তারা আরও বলেন, ‘হাসপাতালগামী কোন রোগী এই সড়কদিয়ে যাতায়াত করলে আরও রোগী হয়ে যায়। আর বৃষ্টির হলে তো কোন কথাই নেই। পায়ে হেটে চলাচল করতে নানা সমস্যায় পড়তে হয়।

বিশেষ এই এলাকায় রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান আন্তা বাইতুল মামুর জামে মসজিদ। এই মসজিদে মুসল্লীরা নামাজ আদায় করতে যাওয়া-আসায় অনেক কষ্ট করতে হয়। পানি জমে থাকায় জুতা হাতে করে চলাচল করতে হয়। এছাড়া বিদ্যালয়ে যেসব কোমলমতি শিশু শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করেন তাদের বেশি বিপাকে পাড়তে হয়।

ঝুঁকি নিয়ে বাচ্চাদের বিদ্যালয়ে যেতে হয়। আমরা চাই এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক। সংস্কার না হলে বৃষ্টি মৌসুমে এখানে বড় ধরনের সমস্যায় পড়তে হবে কয়েকটি গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com