শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ রাধা নগর গ্রামে ছন্দু মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ৮ আন্তজেলা ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে দোহার থানার ওসি হারুন-অর-রশিদ গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
দোহার থানা পুলিশ সূত্র জানায়, ১৮ নভেম্বর রাত আড়াইটার দিকে বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ রাধা নগর গ্রামের এ ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যায়। বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, সুজন চোকদার, রাকিব চোকদার, ইমন শেখ , বাচ্চু মিয়া, শাকিল বেপারী, সুরুজ মিয়া, নাজমুল চোকদার, জাহিদ বেপারী। দোহার উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, দোহার বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ রাধা নগর গ্রামের ছন্দু মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনায় দোহার থানায় মামলা করেন ছন্দু মোল্লা।
সেই মামলায় মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা ৮ ডাকাতকে আটক করি। বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।