বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

দোহারে আইন-শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

দোহারে আইন-শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলায় আইন-শৃঙ্খলা উন্নতিকরণের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষি জমির টপ সয়েল রক্ষায় চলমান পুকুর খননসহ সব ধরনের জমিতে খনন নিষিদ্ধ, পদ্মা নদীর বুক চিরে বালু উত্তোলন বন্ধে নৌ-পুলিশের টহল বৃদ্ধিকরণ ও দোহার সীমান্তে পদ্মা নদীতে ড্রেজার চালনা বন্ধ করতে বিশেষ সর্তকবার্তা প্রদান, চুরি-ডাকাতি বন্ধে টহল বৃদ্ধি ও প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়া, মাদক স্পটগুলো চিহ্নিতকরণ ও ধ্বংস করা, ব্যাটারী চালিত অটো রিক্সার দৌরাত্ম বন্ধ ও যানজট নিরসনে কাজ করা, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ করা, উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সমাধান নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও ২৫ মার্চ সেই ভয়াল কালো রাত ও ২৬ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় দিবস উদযাপন ও পালনের লক্ষ্যে উপস্থিত সবাইকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম আহবান জানান।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম-এর সভাপতিত্বে সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল আউয়াল, দোহারে সেনাবাহিনীর দায়িত্বে ক্যাপ্টেন রেজা আহম্মেদ, দোহার থানা ওসি(তদন্ত) নূরুন্নবী, কুতুবপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল আলম, দোহার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তুরাজসহ মিডিয়ার কর্মিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com