রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

দোহারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দোহারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের জালালপুর পাকা সড়ক সংলগ্ন খাল থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাত পরিচয়ধারী (৪৮) এক ব্যক্তির মরদেহ (লাশ) উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। মৃত ব্যক্তি গাঁয়ে সার্ট ও পরনে লুঙ্গি ছিলো। প্রতক্ষ্যদর্শীদের ধারনা লোকটি দিনমুজুর হিসেবে কোথাও হয়তো কাজ করতো।

এলাকাবাসী জানায়, শুক্রবার বেলা ১১ টার সময় জালালপুর পাঁকা সড়কের পাশে খালে অজ্ঞাত ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখেন তাঁরা। পরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উঠিয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসে। সুরুতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com