শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

দোহারের রাইপাড়া ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনের বর্ষ পূর্তি অনুষ্ঠান

দোহার প্রতিনিধি, (ঢাকা) : ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ও সকল সদস্যদের দায়িত্ব পালনের এক বছর পূর্তি অনুষ্ঠান করা হয়েছে।

গত ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারের নতুন ভবনের ছাদে প্রধান অতিথি উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে এক বছর পূর্তি অনুষ্ঠানটি পালন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. আলমগীর হোসেন বর্তমান সরকার ও আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।

তিনি বলেন, রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন এর আজ এক বছর পূর্তির অনুষ্ঠানস্থল পালামগগঞ্জ বাজারের এই বহুতল ভবনটিও সরকারের উন্নয়নের ফসলের এক উদাহরণ। এমন ভবন অনেক উপজেলার বাজারে নেই? এছাড়াও দেশের বিভিন্ন মেঘা প্রকল্প ও বাস্তবায়নের কথা উল্লেখ করে দেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে জায়গা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তাই আমি সবিনয় অনুরোধ করবো দোহার নবাবগঞ্জ উপজেলার নৌকার প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি মহোদয়কে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে উপস্থিত হাজারো অধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মো.আলমগীর হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, সুরুজ আলম সুরুজ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com