বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

দোহারের কুসুমহাটি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দোহার প্রতিনিধি:: দোহার উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এর উদ্যোগে ও অর্থায়নে চারশত (৪৫০) পঞ্চাশ জন শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর স্কুলে ৪৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন মিয়া-র সঞ্চালনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে মোঃ আলমগীর হোসেন এর উপস্থিত থাকার কথা থাকলেও মেয়ের অসুস্থতার কারনে উপস্থিত থাকতে না পারলেও তিনি (লাউডস্পিকারে মোবাইল ফোনে) ভার্চুয়ালে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি এসময় স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের সাথে নিজেকে সম্পৃক্ততার ঘোষণা দিয়ে মাননীয় এমপি মহোদয় এর নেতৃত্বে প্রতিটি ইউনিয়নকে আধুনিক করার ঘোষণা দেন। তিনি আগামী উপজেলা পরিষদের নির্বাচনে নিজেকে প্রার্থী ঘোষণা দেন এবং আরেকবার সর্মথন চেয়ে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেল আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আখম করম আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজল, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ও ৯ টি ওয়ার্ডের মেম্বার সংরক্ষিত মহিলা মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com