শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ১৯৭৩ থেকে ২০০১ সালের সংসদ নির্বাচনে দোহার উপজেলা নিয়ে ঢাকা-১ আসন ছিলো। পরবর্তীতে এক এগারোর সরকার এসে দোহার ও নবাবগঞ্জ দুটি আসনকে একীভূত করে ঢাকা-১ আসনে রূপান্তিরিত করে। পুনরায় দোহার উপজেলাকে নিয়ে ঢাকা–১ আসন করার দাবিতে মানববন্ধন করেছে দোহারের সর্বস্তরের জনতা। শুক্রবার বিকেলে লটাখোলা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
সংসদীয় আসন দোহারকে ঢাকা-১ আসন করারর দাবিতে দীর্ঘদিন ধরেই একটি টিম কাজ করছে। তারা নিবার্চন কমিশনে আবেদনও করেছে। তারই ধারাবাহিকতায় আজ তারা দোহারে জনমত সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচী পালন করেছে বলে জানায় এ সংক্রান্ত বাস্তবায়ন কমিটির আহবায়ক হুমায়ন কবির।
প্রতিবাদ শেষে এক সভায় বক্তারা বলেন, দোহারকে-১ ও নবাবগঞ্জকে ঢাকা-২ আসন করে পূর্বের ন্যায় পুর্নবহাল করা হোক। ২০০৮ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে এ দুটি আসনকে একটি করায় উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। প্রকল্প ভাগাভাগি হয়ে যাওয়াতে এলাকাবাসী উন্নয়ন বঞ্চিত হয়ে বৈষম্যের শিকার হয়েছে। আগামী সংসদ নির্বাচনে দোহার উপজেলাকে ঢাকা-১ আসন ও নবাবগঞ্জকে ঢাকা-০২ আসন ঘোষণা করতে হবে। দ্রুত তারা নিবার্চন কমিশনকে এ দাবি বাস্তবায়নের অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন আসন পুনরুদ্ধার আন্দোলন কমিটির সদস্য সচিব রাসেল আহমেদ, মো. খালেকুজ্জামান, ফজলুল হক বেলায়েদী, মনির হোসেন রানাসহ নানা শ্রেণী পেশার মানুষ।